ফসল কাট
- অনাহুত গাছ/ শীর্ষ সরিয়ে দেওয়ার কাজ শেষ হলে প্রথমে পুরুষ গাছ কেটে সরিয়ে নিতে হবে।
- মাটিতে ও আলে পড়ে থাকা সব পুরুষ গাছের শীষ ভালো করে সরিয়ে নিতে হবে। তারপর স্ত্রী ধানের গাছ কেটে অন্যত্র সরিয়ে নিতে হবে। স্ত্রী ধানের গাছ থেকে পাওয়া
- বীজই হাইব্রিড ধান বীজ। পুরুষ ধান বীজের সাথে হাইব্রিড ধান বীজ যাতে কোনভাবে মিশে না যায়, সে বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে।
ফলন (একরে)ঃ
কে.আর.এইচ – ২ = ৬০০ কেজি
পুরুষ (rline) কে.এম.আর ৩ আর = ৫৫০ কেজি
প্রতি একরে প্রয়োজনীয় শ্রমিকের সংখ্যা
১) | বীজতলা তৈরী | ৩ |
২) | বীজ বোনা | ১ |
৩) | চারা তোলা | ৩ |
৪) | জমি তৈরী | ৩ |
৫) | রোপন | ৩০ |
৬) | সেচ ও নিড়ানী | ৯ |
৭) | চাপান দেওয়া | ১ |
৮) | ওষুধ দেওয়া | ১ |
৯) | জি.এ.- ৩ স্প্রে | ২ |
১০) | কৃত্রিম পরাগমিলন | ২১ |
১১) | অবাঞ্ছিত গাছ তুলে ফেলা | ৯ |
১২) | ফসল কাটা, তোলা | ৩৬ |
১৩) | ফসল ঝাড়াই-মাড়াই | ১৫ |
মোট | ১২৫ |
সংকর বা হাইব্রিড ধান বীজ উৎপাদনের ক্ষেত্রে সমস্যা
- এক সাথে পুরুষ ও স্ত্রী গাছে ফুল ফোটানো (synchronization of flowering)
- হাইব্রিড চাল থেকে তৈরী ভাতের নিম্নশ্রেণীর গুণমান (poor cooking quality)
- কৃষকের সঠিক দাম না পাওয়া (low market price)
- হাইব্রিড ধান বীজ উৎপাদনের খরচ অধিক (high cost)
- তাপমাত্রা সহনশীলতা (thermo sensitivity)
- চিটে ধান (chaffy grains)
- হাইব্রিড ধান বীজ উৎপাদন বৃদ্ধির উন্নত প্রযুক্তির অভাব (lack of improved technology)
- জিব্বারেলিক অ্যাসিডের বেশী দাম (high cost of gibberellic acid)
- রোগ-পোকা আক্রান্ত হওয়ার অধিক প্রবণতা (susceptibility to pests and diseases)
- কৃষকের আশা (farmer’s expectation)
বীজ উৎপাদনের অর্থনৈতিক দিক (একর প্রতি)
১) মোট চাষের খরচ = ২২,০০০ টাকা
২) আয় : ক) হাইব্রিড বীজধান ৮০০ কেজি × ৬০ টাকা = ৪৮,০০০ টাকা
খ) পুরুষ ধান
৬০০ কেজি x ১০ টাকা = ৬,০০০ টাকা
__________________________________
মোট আয় = ৫৪, ০০০টাকা
৩) লাভ : ৫৪,০০০-২২,০০০ = ৩২,০০০ টাকা